Barak Valley

দিল্লিতে নাবালিকা হত্যাকারীর কঠোর শাস্তির দাবিতে স্মারকপত্র

করিমগঞ্জ : দিল্লিতে প্রকাশ্য রাস্তায় এক নাবালিকাকে হত্যার প্রতিবাদে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র পাঠালো আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় মহিলা পরিষদ ও রাষ্ট্রীয় বজরং দল৷ করিমগঞ্জের জেলাশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে প্রেরিত স্মারকপত্রে ঘটনার নিন্দা জানিয়ে দোষীর কঠোর শাস্তি দাবি করা হয়েছে৷

এতে বলা হয়েছে, ১৬ বছরের নাবালিকা মেয়েটি লাভ জেহাদের শিকার হয়েছে৷ ২৯ মে, ওই নাবালিকা হিন্দু মেয়েকে হত্যা করা হয়৷ এভাবে লাভ জেহাদের ঘটনা বন্ধ করতে লাভ জেহাদ বিরোধী কঠোর আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে৷ পাশাপাশি অপরাধীর কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয়৷

Show More

Related Articles

Back to top button