হাইলাকান্দিতে জেলা পর্যায়ের যুব উৎসব ২০২৩

জনসংযোগ, হাইলাকান্দি, ৭ ডিসেম্বর : রাজ্যের ক্রীড়া বিভাগের উদ্যোগে আগামী ১১ ডিসেম্বর থেকে হাইলাকান্দি জেলায় জেলা স্তরের ক্রীড়া যুব উৎসব অনুষ্ঠিত হবে। যুব উৎসবটি হাইলাকান্দি জেলার কালিনগরের (কাঠাখাল) অন্নদাচরণ গার্লস হাইয়ার সেকেন্ডারি স্কুলে ১১ ডিসেম্বর বেলা ১টা থেকে অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে হাইলাকান্দি জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের উদ্যোগে ওইদিন মোট আটটি ইভেন্টে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ইভেন্টগুলি হল গ্রুপ ১০ মিনিটের লোকনৃত্য দুইটি গ্রুপে, ৫ মিনিটের একক লোক নৃত্য, ৭ মিনিটের গ্রুপ লোক সঙ্গীত, একক লোকসংগীত, গল্প লিখা, পোস্টার তৈরি, ডিক্লেমেশন এবং ফটোগ্রাফি। উল্লেখ্য ইভেন্ট গুলিতে পরিবেশ সংরক্ষণে শক্তি খরচ (এনার্জি কনজামশন)কমানো, উদ্ভাবনী কৌশল, দক্ষতা বিকাশ, সামাজিক প্রভাব ইত্যাদির বার্তা দিতে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অংশগ্রহণকারীদেরকে এই সাংকেতিক দিকগুলির প্রতি নজর দিতে বলা হয়েছে।
ইচ্ছুক প্রতিযোগীদেরকে যুব উৎসবের দিন উৎসবের স্থানে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।বিশদ বিবরণ হাইলাকান্দির ডিএসএ(জেলা ক্রীড়া সংস্থার ময়দান) অবস্থিত জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে জানা যাবে।