করিমগঞ্জে তিনদিনব্যাপী তবলা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন

করিমগঞ্জ : লেখাপড়ার সঙ্গে অন্যান্য শিক্ষা নিতে হয়, সেটা আদিকাল থেকেই চলে আসছে৷ তবে আগের তুলনায় এখন অভিভাবকরা বেশি সচেতন, ফলে শিক্ষার পাশাপাশি শিল্প-সংস্কৃতি ও খেলাধূলা সহ নানা অতিরিক্ত শিক্ষা নিতে এগিয়ে আসছেন অভিভাবকরা৷ সোমবার ৩ দিনের তবলা প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে এ কথা বলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকারঞ্জন চক্রবর্তী৷ বিশিষ্ট সংগীত গুরু রণধীর রায় বলেন, সঙ্গীত তবলার সঙ্গত ছাড়া পূর্ণ হয় না৷ তাই সঙ্গীতের পূর্ণতা দিতে হলে তবলার দরকার এককথায় একে অপরের পরিপূরক৷ তবলাগুরু জগন্নাথ দেবের সঙ্গে দীর্ঘ ৪০ বছরের সম্পর্কের অনেক কথা বলেন রণধীরবাবু৷ সভায় তবলাগুরু জগন্নাথ দেব তাঁর তবলা শিক্ষা নেওয়া এবং যাঁদের হাতে প্রশিক্ষণ নিয়েছেন সেই দীর্ঘ জীবনের অনেক কথা আজ কোন রাখঢাক না করেই মুক্তসভায় খোলসা করেন৷ তিনি বলেন, অনেক কিছু ত্যাগ করতে পারলে উপরে উঠা যায়৷ তবে তিনি সংসারের মায়া ত্যাগ করতে না পারায় করিমগঞ্জের বাইরে যেতে পারেননি৷ বলেন, এখানে সকলের সহযোগিতা ও ভালোবাসা নিরন্তরভাবে পেয়ে বেশ আনন্দে আছি৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন তবলা শিক্ষক অমল দাস, রাজেশ নাথ, প্রেসক্লাব করিমগঞ্জের সম্পাদক অরূপ রায়, মৃণাল সরকার প্রমুখ৷ অনুষ্ঠানের সঞ্চালনা ও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন জয়দীপ দেব৷