Barak ValleyBusiness

করিমগঞ্জে নবরূপে যাত্রা নাহাটা টেক্স-এর

করিমগঞ্জ, ২ এপ্রিল : প্রায় ৪০ বছর পর করিমগঞ্জে নবরূপে যাত্রা শুরু করল নাহাটা টেক্স (টেক্সটাইল)। শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২২ মিস ইন্ডিয়া প্রতিযোগী গার্গী নন্দি।

আজ রবিবার সকাল দশটায় ভগবান গণেশের বাহন গজরাজ মহারাজকে সাক্ষী রেখে নারিকেল ভেঙে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাহাটা পরিবারের প্রবীণ ব্যক্তি তারাদেবী নাহাটা। প্রদীপ প্রজ্বলন করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস, ১৬ নম্বর বিএন বিএসএফের কমান্ড্যান্ট সঞ্জয় কুমার সহ আমন্ত্রিত অতিথিরা।

প্রতিষ্ঠানের পক্ষে সঞ্জয় কুমার নাহাটা বলেন, বরাক উপত্যকার প্রধান কেন্দ্র শিলচরের পর তাঁরা এবার করিমগঞ্জে নতুন করে যাত্রা শুরু করেছি। বিগত ৪০ বছর আগে করিমগঞ্জ নাহাটার ব্যবসা প্রতিষ্ঠান থাকলেও এবার নবরূপে তাঁর মাতৃদেবীর হাত ধরে নতুন যাত্রা শুরু হয়েছে।

তিনি বলেন, বিভিন্ন ছোট-বড় কোম্পানির পোশাকের সম্ভার নিয়েই তাঁদের এই প্রতিষ্ঠান যদিও ব্যবসায়ী দৃষ্টিতে দেখলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান দেওয়াও প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। আগামীতেও অন্যান্য স্থানে প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তাধারা হাতে নেওয়া হয়েছে। এর জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

Show More

Related Articles

Back to top button