AssamBarak ValleyNorth-East

করিমগঞ্জে নেহেরু যুব কেন্দ্রে যুব ভলান্টিয়ার নির্বাচনের সময়সীমা বৃদ্ধি

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জে নেহেরু যুব কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক এক বার্তা যোগে জানিয়েছেন, করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রে যুব ভলান্টিয়ার নির্বাচনের সময়সীমা আরও ১৫ দিন বাড়ানো হয়েছে৷ বার্তায় জানানো হয়েছে, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সালের যুব ভলান্টিয়ার নির্বাচনের জন্য আবেদন জমা দেওয়ার সময়সীমা আগামী ২৪ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে৷

Show More

Related Articles

Back to top button