Barak Valley
গৃহকর্তাদের অনুপস্থিতিতে দু’টি বাড়িতে চুরি করিমগঞ্জে

করিমগঞ্জ : করিমগঞ্জ শহরে দু’টি বাড়িতে চুরি হওয়ার খবর পাওয়া গেছে৷ রবিবারই এই দু’টি বাড়িতে চুরির ঘটনা সামনে আসে৷ লক্ষীবাজার রোডের রায় ভিলাতে চুরি হয়৷ বাড়ির মালিক বিগত এক মাস থেকে কলকাতায় আছেন৷ পাড়ার লোক দরজা ভাঙা দেখে তাঁকে আজ খবর দেন৷
বাড়ির মালিক বিশু দাস বলেন, যে এইভাবে যদি চুরি হতে থাকে তাহলে করিমগঞ্জ ছেড়ে চলে যেতে তিনি বাধ্য হবেন৷ দ্বিতীয় ঘটনা করিমগঞ্জ সুভাষনগরের শান্তিমহল লেনের৷ প্রাক্তন PWD অফিসের কর্মী অশোক করের (তপু) বাড়িতে চুরি হয়৷ ছেলের চিকিৎসার জন্য তাঁরা গত ১৫ দিন থেকে গুয়াহাটিতে ছিলেন৷ রবিবার বাড়িতে আসার পর চুরির ঘটনা দেখতে পান৷ চোরের দল নিয়ে যায় নগদ ₹৫০০০ ও দুটি বাথরুমের জলের কল ও মিক্সচার৷ এইভাবে চুরির ঘটনায় আতঙ্কে শহরের জনগণ৷