করিমগঞ্জের ৪টি বিধানসভার জিপি, এপি ও জেডপি-র ডিলিমিটেসনের খসড়া প্রকাশ : পরামর্শ, আপত্তি ২০ সেপ্টেম্বরের মধ্যে

জনসংযোগ, করিমগঞ্জ, ১৮ সেপ্টেম্বর : করিমগঞ্জ জেলার ৪ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গ্রাম পঞ্চায়েত (জিপি), আঞ্চলিক পঞ্চায়েত (এপি) ও জেলা পরিষদের (জেডপি) ডিলিমিটেসনের খসড়া মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার করিমগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব ও জেলা পরিষদের সিইও লক্ষী নন্দন সহরিয়া ডিলিমিটেসনের খসড়া প্রকাশ করেন। ওই সম্মেলনে জানানো হয় যে ১২৩ উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর করিমগঞ্জ উন্নয়ন খন্ডে জিপির সংখ্যা হচ্ছে ১১, এপি ১টি এবং জেলা পরিষদ ২টি। ওই বিধানসভার বদরপুর উন্নয়ন খন্ডে জিপি ১০ টি এপি ১টি ও জেলা পরিষদ ২টি আসন রয়েছে। পাশাপাশি, ১২৪ দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের ১নম্বর উন্নয়ন খন্ডে জিপি ১২, এপি ১টি ও জেলা পরিষদ ২ টি এবং ২নম্বর উন্নয়ন খন্ডে জিপি ১৫, এপি ১ ও জেলা পরিষদ ২টি।
অনুরুপভাবে ১২৫ পাথারকান্দি বিধানসভা কেন্দ্রে পাথারকান্দি উন্নয়ন খন্ডে জিপি ১২, এপি ১ ও জেলা পরিষদ ২টি এবং লোয়াইরপোয়া উন্নয়ন খন্ডে জিপি ১২, এপি ১ ও জেলা পরিষদ ২টি। এছাড়া ১২৬ রামকৃষ্ণ নগর বিধানসভার রামকৃষ্ণ নগর উন্নয়ন খন্ডে জিপি ১১, এপি ১ ও জেলা পরিষদ ২ টি আাসন রয়েছে ও দুর্লভছড়া উন্নয়নখন্ডে জিপি ১৩ টি, ১ টি এ পি ও ২ টি জেলা পরিষদ আসন রয়েছে। এতে করিমগঞ্জ জেলায় ৯৬টি জিপি, ৮টি এপি ও ১৬টি জেলা পরিষদ রয়েছে। ওই খসড়া তালিকা সব গ্রাম পঞ্চায়েত কার্যালয়, উন্নয়ন খণ্ড কার্যালয়, রাজস্ব চক্র কার্যালয়, নির্বাচনী কার্যালয়, জেলা পরিষদ কার্যালয় ও ডিস্ট্রিক্ট ওয়েব সাইটে পাওয়া যাবে। এতে এই খসড়া তালিকা সম্পর্কে বিবৃতি, পরামর্শ ও আপত্তি একক অথবা সমাজের নাগরিক সংস্থার পক্ষ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত সকাল ১১টা থেকে বিকাল ৪ টার মধ্যে করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিকের কার্যালয় কক্ষে জমা দেওয়া যাবে। ১৯ সেপ্টেম্বর রাজনৈতিক দলের কর্মকর্তাদের সাথে সভা অনুষ্ঠিত হবে। ২২ সেপ্টেম্বর বিবৃতি, পরামর্শ, আপত্তি ইত্যাদির স্ক্রুটিনি সকাল ১০ টা থেকে বিকাল ৫টার মধ্যে জেলা পরিষদের সি ই ও-র কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এতে ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর অফিস চলাকালীন সময়ে এই বিষয়ের জেলা পর্যায়ের শুনানি উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য এ ডি সি উদয় শঙ্কর দত্তের কার্যালয় কক্ষে, দক্ষিণ করিমগঞ্জের জন্য এ ডি সি আনিস রসূল মজুমদারের কার্যালয় কক্ষে, পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের জন্য এ ডি সি মিনার্ভা দেবী আরামবামের কার্যালয় কক্ষে এবং রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের জন্য শুনানি এ ডি সি ধ্রুবজ্যোতি দেবের কার্যালয় কক্ষে অনুষ্ঠিত হবে। আগামী ২৭সেপ্টেম্বর বিকাল ৫টায় করিমগঞ্জ জেলা পরিষদের সি ই ও-র কার্যালয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি ও তালিকা প্রকাশ করা হবে।