করিমগঞ্জে ফিসারী বিভাগ থেকে মৎস চাষীদের চারটি অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যান প্রদান

জনসংযোগ, করিমগঞ্জ, ২১ ডিসেম্বর : করিমগঞ্জ জেলার মৎস চাষীদের উৎপাদিত মাছ করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যগুলির বিভিন্ন স্থানে গুণগতমান অক্ষুন্ন রেখে পরিবহনের সুবিধার্থে করিমগঞ্জে বুধবার জেলার ৪ জন মৎস চাষীকে অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যান প্রদান করা হয়েছে। রাজ্যের গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের অধীনে মীন বিভাগ থেকে প্রদান করা চার চাকার অত্যাধুনিক রেফ্রিজারেটর ভ্যানের চাবি বুধবার জেলাশাসক মৃদুল যাদব তার কার্যালয় প্রাঙ্গণে হিতাধিকারিদের হাতে আনুষ্ঠানিক ভাবে তুলে দেন।
এতে জেলাশাসক বলেন যে এর মাধ্যমে মৎস্য চাষীদের করিমগঞ্জ জেলা ও বরাক উপত্যকা সহ পার্শ্ববর্তী রাজ্যের বিভিন্ন স্থানে তাদের উৎপাদিত মাছ পরিবহনে সুবিধা হবে। এতে মাছ নষ্ট হবে না এবং গুণগত মান অক্ষুন্ন থাকবে। এর মাধ্যমে মৎস্য চাষীদের মাছ বাজারজাত করতে সুবিধা হবে। ফলে মৎস চাষীদের আয় বাড়বে এবং লোকসান কমবে। তিনি হিতাধিকারিদেরকে এই অত্যাধুনিক ভ্যানগুলি সঠিক ভাবে ব্যবহার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে পরামর্শ দেন।
এই দিন করিমগঞ্জ জেলার ৪ জন হিতাধিকারি- রামকৃষ্ণ নগর খন্ডের হিমাংশু বৈষ্ণব, উত্তর করিমগঞ্জের আব্দুল রুফ, দক্ষিণ করিমগঞ্জের জসিম উদ্দিন এবং বদরপুর খন্ডের আব্দুল রউফ লস্করকে এই চারটি ভ্যান প্রদান করা হয়।
এই অনুষ্ঠানে ডিডিসি বিক্রম দেব শর্মা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার ও করিমগঞ্জ পৌরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা, জেলা মীন উন্নয়ন আধিকারিক নুরুল আমিন আনসারী, মীন উন্নয়ন আধিকারিক অজয় ডেকা প্রমূখ উপস্থিত ছিলেন।