Barak Valley

করিমগঞ্জে ফের সচল শ্মশানের ইলেকট্রিক চুল্লি

করিমগঞ্জ : ফের সচল হল করিমগঞ্জ ব্রজেন্দ্র রোডের শ্মশানের ইলেকট্রিক চুল্লি৷ বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের উদ্যোগে ক’বছর আগে এই চুল্লি বসানো হয়৷ ইলেকট্রিক চুল্লি থাকলে মৃতদেহ সৎকার অনেক সহজ হয়৷ এ কথা বিবেচনা করেই বিধায়ক ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করেন৷

কোভিড অতিমারির সময় এই ইলেকট্রিক চুল্লি খুবই কাজে লাগে৷ এরপর যান্ত্রিক গোলযোগ দেখা দেয়৷ ফলে দীর্ঘদিন বন্ধ থাকে শবদাহ৷ এবার ফের তার উদ্যোগে এর মেরামত করা হয়৷ বৃহস্পতিবার মেরামত সম্পূর্ণ হওয়ার পর বিধায়ক কমলাক্ষ বলেন, গুজরাটের একটি কোম্পানি এই ইলেকট্রিক চুল্লি বসিয়েছিল৷ এবারও সেখান থেকে টেকনিক্যাল লোক এসে এর মেরামত করেছেন৷ বারবার এমনটা করা অসম্ভব৷ তাই এই চু‍ল্লির রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভা ও উন্নয়ন পর্ষদকে নেওয়ার আহ্বান জানান তিনি৷

তিনি বলেন, জেলাশাসকের সঙ্গে কথা বলে তাঁর কাছে দায়িত্ব তুলে দেবেন৷ বিধায়ক এও বলেন, ব্রজেন্দ্র রোড শ্মশানে এই চুল্লি বসানোর কিছু দিন পরেই ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়৷ তবে জেনারেটরে ২৫ লিটার ফুয়েল ভরলেই শবদাহ সম্ভব বলে জানান৷ বলেন, চুল্লি একবার গরম হয়ে গেলে প্রায় দু’দিন পুরো হিট থাকে৷ বিধায়ক জনগণকেও সহযোগিতার আহ্বান জানান৷ শ্মশানে ইলেকট্রিক চুল্লি মেরামতির কাজ পর্যবেক্ষণের সময় বিধায়কের সঙ্গে ছিলেন জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব ও শহর ব্লক কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ সহ অন্যরা৷

Show More

Related Articles

Back to top button