করিমগঞ্জে বুধবার আন্তর্জাতিক যোগদিবস, মূল অনুষ্ঠান ডিএসএ ইনডোর স্টেডিয়ামে

জনসংযোগ, করিমগঞ্জ, ২০ জুন : আগামীকাল বুধবার করিমগঞ্জ পালন করবে আন্তর্জাতিক যোগদিবস। করিমগঞ্জের জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় করিমগঞ্জের ডিএসএ ইনডোর স্টেডিয়ামে জেলার মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার সকাল ৬টা ৪৫ মিনিটে ডিএসএ ইনডোর স্টেডিয়ামে এই দিবসের সূচনা করা হবে। এতে জেলার বিভিন্ন যোগাসন প্রতিষ্ঠান ও সংস্থার কর্মকর্তা, বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করবেন।
বুধবারের যোগ দিবসের অনুষ্ঠানে জেলার সরকারি আধিকারিক, কর্মচারী ও সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, যোগদিবস পালনের প্রাক্কালে ১৯ জুন থেকে করিমগঞ্জ শহরের সরস্বতী বিদ্যানিকেতনে চারটি পর্যায়ে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে বিজয়ীদেরকে যোগ দিবসের মূল অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। জেলা স্তরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম স্থানাধিকারী প্রতিযোগীকে গুয়াহাটিতে যোগাসন প্রতিযোগিতায় জেলা থেকে প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হবে