Barak Valley
করিমগঞ্জে বুধবার থেকে ৮ জুলাই পিএম কিষান যোজনার বিশেষ সহায়তা শিবির

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলায় পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের সুবিধার্থে ৫ থেকে ৮ জুলাই পর্যন্ত পুনরায় বিশেষ সহায়তা শিবির অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে এই শিবিরগুলি অনুষ্ঠিত হবে। ৫ জুলাই অর্থাত্ বুধবার করিমগঞ্জ জেলা কৃষি কার্যালয়ে একটি শিবির অনুষ্ঠিত হবে। এই শিবিরে সুবিধাভোগীরা ই-কেওয়াইসি, এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক করা সম্পর্কিত সমস্যার সমাধান করা যাবে। যে সকল সুবিধাভোগীর সমস্যার সমাধান হচ্ছে না, তাঁদের অনুষ্ঠেয় শিবিরে এসে সমস্যার সমাধান করতে অনুরোধ করা হয়েছে। শিবিরে আসার সময় সঙ্গে ব্যাংকের পাসবুক, আধার কার্ড, মোবাইল ফোন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে।