Barak Valley

করিমগঞ্জে বৃহস্পতিবার অরুণোদয় ৩.০ সূচনা : হিতাধিকারীদের যোগদান করতে আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ১৮ সেপ্টেম্বর : সমগ্র রাজ্যের সঙ্গে করিমগঞ্জেও ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অরুণোদয় ৩.০ এর সূচনা করা হবে। এতে করিমগঞ্জ জেলার ৪ টি বিধানসভার প্রতিটিতে ওই দিন এই প্রকল্পের সূচনা করা হবে। এতে বৃহস্পতিবার সকাল ১১ টায় উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অনুষ্ঠান করিমগঞ্জ শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে সূচনা কার্যসূচি সম্প্রচার করা হবে। ওই অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জ বিধান সভা কেন্দ্রের হিতাধিকারীদের উপস্থিত থাকতে জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে।

এতে আবেদনের জন্য যারা যোগ্য তারা হচ্ছেন ৪৫ বছরের ঊর্ধ্বের অবিবাহিতা, ডিভোর্সি ও পরিত্যক্ত মহিলা। তৃতীয় লিঙ্গের ব্যক্তি। দিব্যঙ্গ অধিকার আইন ২০১৬ অনুযায়ী লিঙ্গ নির্বিশেষে সকল দিব্যাঙ্গ ব্যক্তি। বৃদ্ধাশ্রমে বসবাসকারী সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধা ও দুর্বল মহিলা। যে পরিবারের মুখ্য উপার্জনকারী ব্যক্তি যিনি ষাট বছরের ঊর্ধ্বের দিব্যঙ্গ বা বৃদ্ধ তেমন পরিবারের মহিলা। সেই পরিবারের মহিলা যেখানে কোন সদস্য এইচআইভি, থ্যালাসেমিয়া হিমোফিলিয়া, সেরিব্রাল পালসি, কুষ্ঠ, অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডারে আক্রান্ত। আশ্রয়হীন পরিবারের মহিলা। ভিক্ষে করা নিঃস্ব মহিলা। অন্ত্যোদয় অন্ন যোজনার মহিলা সুবিধাতা প্রাপক। সেই পরিবারের মহিলা যে পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ টাকার কম। এতে বৈধ আধার সংলগ্ন রেশন কার্ড বাধ্যতামূলক। এতে আরও জানানো হয়েছে প্রকল্পটি শুধুমাত্র অসমে বসবাসকারী স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য, ১৮ বছরের ঊর্ধের যোগ্য মহিলা বা দিব্যাঙ্গজন মনোনয়নের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া অরুণোদয় ৩.০ এর অধীনে বর্তমান সুবিধা প্রাপকরাও নতুন করে আবেদন করতে হবে।

Show More

Related Articles

Back to top button