Barak Valley

করিমগঞ্জে ধৃত ২ বাংলাদেশি, ফেরত পাঠাল বিএসএফ

করিমগঞ্জ : গণঅভ্যুত্থানের পর থেকে উত্তপ্ত হয়ে রয়েছে বাংলাদেশ৷ সে দেশে নির্যাতিত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা৷ ভারতের অনুচর বলে কোণঠাসা করা হচ্ছে হিন্দুদের৷ অথচ এই উত্তপ্ত পরিস্থিতিতে হিন্দুদের বদলে সংখ্যালঘুরাই বার বার সীমানা পার হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে৷ শনিবার করিমগঞ্জে ফের ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে৷ মহম্মদ আরিফ ও মুহিবুল্লা নামের এই ২ বাংলাদেশিকে এ দিনই করিমগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে বিএসএফ৷ ঘটনাটি Social Media-তে Post করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা৷ মুহিবুল্লাকে পুলিশ ও বিএসএফ যৌথভাবে আটক করেছে বলে জানিয়েছেন হিমন্তবিশ্ব শর্মা৷

Show More

Related Articles

Back to top button