Barak Valley

করিমগঞ্জে মহা ধুমধামে শুরু হল গণেশ চতুর্থী উৎসব, প্রথম দিনই মণ্ডপে উপচে পড়ল ভিড়

পাঞ্চজন্য রায়, করিমগঞ্জ : করিমগঞ্জে ধুমধামে শুরু হল গণেশ চতুর্থী উৎসব৷ এবার গণেশ পূজার সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ গত কয়েক বছর থেকে করিমগঞ্জেও গণেশ পুজো শুরু হয়েছে৷

উল্লেখ্য যে, প্রথম গণেশ পুজো শুরু করেছিল ক্লাব আকাঙ্খা৷ এরপর থেকে করিমগঞ্জে গণেশ পুজোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ একটি হচ্ছে আম্বেদকর পার্কের গণদিশা ক্লাব৷ আরেকটি চরবাজার সিদ্ধিদাতা গ্রুপ৷ তবে এবার ফগ ক্লাব ভেটেনারি অফিস ক্যাম্পাস সহ লম্বা পুষ্করনি’র পাশে দুটো জায়গায় বেশ বড় করে পুজোর আয়োজন করেছে৷

এদিকে স্টেশন রোডে দুটি পুজো৷ গঙ্গা ভান্ডারের সামনের সিদ্ধি বিনায়ক ক্লাব ও করিমগঞ্জ কলেজের উল্টো দিকে ফ্রেন্ডস ক্লাবের মণ্ডপ সহ প্রতিমা নজরকাড়া হওয়ায় চোখে পড়ার মতো৷

প্রতিবারের মতো এবারও নক্ষত্র গ্রুপ গণেশ পুজোর আয়োজন করে৷ সন্ধ্যার পর প্রতিটি মণ্ডপে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়৷ উপস্থিত দর্শনার্থীদের দুপুরে প্রসাদ বিতরণ করা হয় প্রতিটি মণ্ডপে৷

এবার শহরের ৯টি স্থানে গণেশ পুজোর আয়োজন করা হয়৷ কোন কোন ক্লাব ৩-৪ দিন পুজোর আয়োজন করে থাকে৷ শনিবার ছিল প্রথম দিন৷ সকাল থেকে পূজা শুরু হয়৷ সকাল দিকে তেমন ভিড় না হলেও সন্ধ্যার পর প্রতিটি মণ্ডপে ভিড় উপচে পড়ে৷

Show More

Related Articles

Back to top button