করিমগঞ্জে মহিলা কেন্দ্রীক প্রকল্পগুলির সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে মোবাইল ভ্যানের যাত্রা শুরু

করিমগঞ্জ : করিমগঞ্জে মহিলা কেন্দ্রীক প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে সোমবার মোবাইল ভ্যানের যাত্রা শুরু হয়েছে। সোমবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদব মহিলা কেন্দ্রিক প্রকল্পগুলি সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তার কার্যালয় প্রাঙ্গণ থেকে পতাকা নেড়ে ওই মোবাইল ভ্যানের যাত্রা শুরু করেন।
তারপর ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যান বা ডিএইচইডব্লিউ আধিকারিক, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সেক্টর সুপারভাইজার, সিডিপিওরা মহিলাদের কল্যাণে থাকা বিভিন্ন প্রকল্পের বার্তা সম্বলিত প্লে কার্ড হাতে নিয়ে এক সচেতনতা শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রা জেলা আয়ুক্ত কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মুখ্য সড়ক দিয়ে জেলা সমাজ কল্যাণ কার্যালয়ে গিয়ে সমাপ্ত হয়। উল্লেখ্য, জেলা সমাজকল্যাণ বিভাগের অধীনস্থ ডিস্ট্রিক্ট হাব ফর এমপাওয়ারমেন্ট অফ ওম্যানের ব্যাবস্থাপনায় যাত্রা শুরু করা ওই মোবাইল ভ্যানের মাধ্যমে জেলার সাতটি আইসিডিএস প্রকল্পের চারপাশে তিন দিন ধরে সচেতনতা চলছে।