Assam

গুয়াহাটিতে সিটি বাসের ধাক্কায় মৃত্যু সাংবাদিকের

গুয়াহাটি, ১২ এপ্রিল : গুয়াহাটিতে সিটি বাসের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন সাংবাদিক মুস্তাক আলম। দুর্ভাগ্যজনক ঘটনাটি আজ বুধবার সকালে স্থানীয় বেলতলা এলাকায় সংঘটিত হয়েছে। তিনি গুয়াহাটির একটি স্থানীয় মিডিয়া হাউসে সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।

প্ৰত্যক্ষদৰ্শী এবং বশিষ্ঠ পুলিশের কাছে জানা গেছে, আজ সকালে নিজের স্কুটি নিয়ে বশিষ্ঠ মন্দির থেকে জিএস রোডে তাঁর অফিসে যাচ্ছিলেন সাংবাদিক মুস্তাক আলম। এক সময় এএস ০১ এইচসি ২৬২৯ নম্বরের একটি সিটি বাস এসে আলমের স্কুটিতে পেছন থেকে ধাক্কা দেয়। তাঁরা জানান, সিটি বাসটি মুস্তাক আলমকে ওভারটেক করার চেষ্টা করছিল।

এদিকে ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে অকুস্থলে ছুটে যায় বশিষ্ঠ থানার পুলিশ। তাঁরা মুস্তাক আলমের দেহ উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ইত্যবসরে আইনি প্রক্রিয়া অনুযায়ী আলমের মৃতদেহের ময়না তদন্তের জন্য গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। অন্যদিকে ঘাতক সিটি বাসকে আটক করে নিজেদের হেফাজতে নিয়ে গেছে বশিষ্ঠ থানার পুলিশ।

Show More

Related Articles

Back to top button