করিমগঞ্জে মাও সে-তুঙের ৪৮-তম মৃত্যু দিবস পালন এসইউসিআই (ক)-এর

করিমগঞ্জ : আজ চিন বিপ্লবের রূপকার মাও সে-তুঙের ৪৮-তম মৃত্যু দিবস পালন করেছে এসইউসিআই (কমিউনিস্ট)-এর করিমগঞ্জ জেলা কমিটি। যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত মাও সে-তুঙের স্মরণ দিবস উপলক্ষ্যে গোটা দেশে দলের অফিসে রক্ত পতাকা উত্তোলন এবং প্রকাশ্য স্থানে নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও তাঁর রচনা থেকে নির্বাচিত অংশ পাঠ, আলোচনা সভা ইত্যাদি কার্যসূচি আজ পালন করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার এসইউসিআই (কমিউনিস্ট)-এর করিমগঞ্জ জেলা পার্টি অফিস প্রাঙ্গণে সকাল ৯-টায় রক্ত পতাকা উত্তোলনের পর দলীয় কার্যালয়ে লাল সালু দিয়ে সুসজ্জিত টেবিলে প্ৰতিষ্ঠিত মাও সে-তুঙের প্রতিকৃতিতে একে একে মাল্যদান করেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য এবং জেলা কমিটির সম্পাদক অরুণাংশু ভট্টাচার্য, জেলা কমিটির প্রবীণ সদস্য পরিমল চক্রবর্তী, জেলা কমিটির আমন্ত্রিত সদস্য সুজিতকুমার পাল, দলের অন্যান্য প্রবীণ সদস্যবৃন্দের মধ্যে অলোক চৌধুরী, দেবব্রত শুক্ল, দুর্গাপদ দেশমুখ, এআইডিএসও-র অন্যতম সংগঠক জয়দীপ দাস সহ অন্যরা।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় মাও সে-তুঙের স্মৃতিচারণ সভা। সভায় প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেছেন অরুণাংশু ভট্টাচার্য, পরিমল চক্রবর্তী প্রমুখ।