AssamBarak ValleyNorth-East
করিমগঞ্জ বাইপাস এলাকার শিব মন্দিরে লুটপাট দুষ্কৃতীর, চাঞ্চল্য

করিমগঞ্জ : বাইপাস সংলগ্ন এলাকার শিব মন্দিরে দুঃসাহসিক লুটপাট চালাল দুষ্কৃতীরা৷ সেইসঙ্গে মন্দিরে থাকা শিবের ষাঁড়ের মূর্তিটি দুষ্কৃতীরা ভেঙে ফেলে৷ এছাড়াও প্রণামীর বাক্স নিয়ে যায়৷ করিমগঞ্জ বাইপাসের ভাটগ্রামে ছিল শিব মন্দির৷ ঘটনার একদিন আগে মন্দিরে নন্দীর উপর পানের পিক ফেলে যায় দুষ্কৃতীরা৷ পরবর্তীতে মন্দিরের পূজারি তা পরিষ্কার করে৷ কিন্তু বৃহস্পতিবার রাতে ষাঁড়ের মূর্তিটি ভেঙে ফেলে দুষ্কৃতীরা৷ পাশাপাশি প্রণামীর বাক্স নিয়ে যায়৷ পুলিশ ঘটনা তদন্ত অব্যাহত রেখেছে৷ যদিও ধরপাকড়ের কোন খবর নেই৷ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ নিন্দা জানিয়েছে বিভিন্ন মহল৷