Barak Valley

করিমগঞ্জে রাজপথে মৃতের লাশ রেখে প্রতিবাদ জনতার

করিমগঞ্জ, ২২মে : রাজপথে মৃতের লাশ রেখে সড়ক অবরোধ জনতার। ঘটনা করিমগঞ্জ শহরের এওসি পয়েন্টে। সোমবার দুপুরে হঠাত্‍ করে অবরোধ গড়ে তোলার ফলে শহর জুড়ে সৃষ্টি হয় যানজটের। খবর পেয়ে দলবল নিয়ে ছুটে আসেন ডিএসপি গীতার্থ দেবশর্মা সহ সদর ওসি ভবেশ দিহিঙ্গিয়া। এর পর বেশ কিছু সময় পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ মুক্ত হয় রাস্তা।

জানা গেছে, গত রবিবার করিমগঞ্জের শহরতলি কানিশাইল এলাকার জলাশয় থেকে চড়াকুড়ি এলাকার বাসিন্দা অভিজিত্‍ দাসের লাশ উদ্ধার হয়েছিল। রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাি দুর্ঘটনা, আত্মহত্যা না পরিকল্পিত হত্যা, এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে মৃতদেহ উদ্ধার করে সদর পুলিশ। এর পর ময়না তদন্তের জন্য পাঠানো হয় করিমগঞ্জ অসামরিক হাসপাতালের মর্গে।

সোমবার ময়না তদন্ত শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হওয়ার পরই উত্তেজনা ছড়ায়। শহরের পেট্রোল পাম্প সংলগ্ন পয়েন্টে লাশ রাজপথে রেখে হত্যার অভিযোগ এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অবরোধ গড়ে তোলা হয়।

Show More

Related Articles

Back to top button