শিলঙে ‘রাধারমণ সম্পর্ক অভিযান যাত্রা’র সূচনা বারইগ্রাম কেন্দ্রীয় কমিটির

শিলং, ২ জুলাই : বারইগ্রাম গুরুধাম ও প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউ সকলের গুরু, এই বার্তাকে সামনে রেখে প্রভুর নাম প্রচার ঘরে ঘরে পৌঁছাতে হবে। হরিনামের সঙ্গে প্রভুর নাম বিলিয়ে দিকে দিকে সনাতন ধর্মের জোর প্রচার করতে সকল গুরুভ্রাতা ও ভগ্নিদের প্রতি আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় কমিটির পাশাপাশি শিলং রাধারমণ সংঘ।
রবিবার বারইগ্রাম শ্রীশ্রী গোপালজিউ শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউ আশ্রমের কেন্দ্রীয় কমিটির ‘রাধারমণ সম্পর্ক অভিযান যাত্রা’র সূচনা হয়েছে শিলং রাধারমণ সংঘের সভায়। প্রবীণ গুরুভ্রাতা মনীন্দ্রকুমার দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে সম্পর্ক অভিযানের তাত্পর্য নিয়ে আলোচনা করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী। পরবর্তীতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কৌশিকরঞ্জন দে, সাংগঠনিক সম্পাদক নীরেন পাল, শিলং রাধারমণ সংঘের সভাপতি মিহিরচন্দ্র ঘোষ, সম্পাদক অনঙ্গমোহন পাল।
আলোচনাকালে কেন্দ্রীয় কমিটির সম্পাদক তরুণ চৌধুরী বলেন, শুধু ধর্মচর্চা নয়, মানব কল্যাণে প্রভুর অনেক অবদান ছিল। আজ আমরা প্রভুর আদর্শ ও চিন্তাধারাকে সামনে রেখে ধর্মের সঙ্গে সেবামূলক কাজে ভক্তের সঙ্গে শিষ্যরাও এগিয়ে নিয়ে যাচ্ছেন। বারইগ্রামের শ্রীশ্রী গোপালজিউ, শ্রীশ্রী রাধাবিনোদ জিউ ও শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউ আশ্রমের সঙ্গে অন্য আশ্রমের ভক্তবৃন্দ নানা সমস্যাকে সামনে রেখে ধর্মচর্চার পাশাপাশি মানবসেবায় নিজেদের সেবামূলক কাজ করে যাচ্ছে। তবে কেন্দ্রীয় কমিটি প্রভুর অন্যান্য আশ্রম কীভাবে চলছে এবং নানা খবরা-খবর নিতে সম্পর্ক অভিযান যাত্রার সূচনা করা হয়েছে।
শিলং রাধারমণ সংঘের সভাপতি ও সম্পাদক শিলং সহ আশপাশ এলাকায় প্রভুপাদ শ্রীশ্রী রাধারমণ গোস্বামীজিউর অলৌকিক নানা প্রসঙ্গ সহ অনেক লীলা তুলে ধরেন। তাঁরা বলেন, আজ আমাদের আনন্দের দিন, কেন্দ্রীয় কমিটির সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের মিলন আমাদের আপ্লুত করেছে। আমরা এক প্রভুর সন্তান, এটা মেনে চলার জন্য বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক কার্তিক পাল বলেন, এভাবে প্রতিটি আশ্রম ও সমিতির সঙ্গে কেন্দ্রীয় কমিটির সম্পর্ক এবং আশ্রমে গুরুচর্চা দীক্ষা নিয়ে আলোচনা হবে। এতে আমাদের মধ্যে শক্তি আরও বৃদ্ধি পাবে।
আজকের আলোচনাসভায় ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য কৌশিকরঞ্জন দেব, মিহিররঞ্জন পাল, অরূপ রায়। শিলং রাধারমণ সংঘের পক্ষে আলোচনায় অংশ নেন মনীন্দ্রকুমার পাল, পরিমল পাল, কাজল পাল, সঞ্জয় দে, পরিতোষ পাল, নীতিশ দাস, যুগ্ম সম্পাদক সিন্ধু দেব, গৌতম বৈদ্য, বিশ্বজিত্ দাস, শিবু দাস, সুস্মিতা দেব, স্বরূপা পাল, শ্রেয়া পাল সহ অনেকে।