করিমগঞ্জে সর্বধর্ম প্রার্থনাগারের দাবি জানালো সর্বধর্ম সমন্বয় সভা

মিনহাজুল আলম তালুকদার, করিমগঞ্জ : করিমগঞ্জ হলো শান্তির দ্বীপ আর সর্বধর্মের মিলন ক্ষেত্র। যোগ যোগ ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে আসছেন। নিজ নিজ নিয়ম মতে ধর্ম-কর্ম পালন করে আসছেন। এক সঙ্গে সমবেত প্রার্থনায় মানুষের মধ্যে আন্তরিকতার জন্ম হয়। সর্বধর্ম প্রার্থনায় হিংসা ভাব দূর হয় এবং সম্প্রীতির বাতাবরণের বার্তা বহন করে। করিমগঞ্জে এরকম উপাসনার কোন সুযোগ নেই। শুক্রবার দুপুরে জেলাশাসক মৃদুল যাদবের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে প্রাসঙ্গিক আলোচনা করে সর্বধর্ম প্রার্থনাগার স্থাপনের দাবি জানালো বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ।
সংস্থার কেন্দ্রীয় উপ-সভানেত্রী গীতা মুখার্জির সাক্ষরিত দাবিপত্রটি পড়ে শোনানোর পর জেলাশাসকের হাতে তুলে দেন সংস্থার যুগ্ম সম্পাদক আইনজীবী আবুল হাসনাত চৌধুরী। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন। সর্বধর্ম প্রার্থনাগার প্রতিষ্ঠায় গুরুত্ব সহকারে প্রকৃয়া চালাবেন বলে সংস্থার কর্মকর্তাদের প্রতিশ্রুতি দেন জেলাশাসক মৃদুল যাদব৷