Barak Valley

স্বপ্নপূরণ! ক্রাইম পেট্রোলে অভিনয় করবেন পাথারকান্দির প্রসেনজিৎ

করিমগঞ্জ : শৈশবে অভিনয় জগতের প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং এ বার তাঁর সেই স্বপ্ন পূরণ হলো৷ করিমগঞ্জ জেলার পাথারকান্দির হাতিখিরা চা বাগানের প্রসেনজিৎ ভট্টাচার্য অনেক চেষ্টার পর পা রাখলেন মুম্বাইর অভিনয় জগতে৷ সোনি টিভির জনপ্রিয় ধারাবাহিক ক্রাইম পেট্রোলে উপ-পরিদর্শকের চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন প্রসেনজিৎ৷ তাঁর বাবা প্রদীপ কুমার ভট্টাচার্য চা বাগানের কেরানির এবং মা রত্না ভট্টাচার্য৷ প্রসেনজিতের জন্ম ১৯৯৬ সালে৷ হাতিখিরা বাগানে তিনি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন৷ পরে তিনি শিলচর রাধামাধব কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন৷

প্রসেনজিৎ একেবারে ছোটবেলা থেকেই অভিনয় জগতের প্রতি আকৃষ্ট হয়েছিলেন৷ স্নাতক ডিগ্রি লাভ করার পর ৩ বছর তিনি শিলচরের দশরূপক সাংস্কৃতিক সংস্থার সাথে জড়িত ছিলেন৷ ২০১৭ সালে তিনি বাংলাদেশের সিলেট আন্তর্জাতিক থিয়েটারে অংশগ্রহণ করেন৷ এরপর প্রসেনজিৎ ২০২২ সালে মুম্বাই ক্রিয়েটর কারেক্টর অ্যাক্টিং ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন৷ তাঁর পরবর্তী ধারাবাহিক ‘স্বরাজ’ আগামী মাসে ডিডি ন্যাশনাল চ্যানেল থেকে সম্প্রচার হবে৷ স্বাধীনতা সংগ্রামের ওই ধারাবাহিকে প্রসেনজিতকে ৩টি চরিত্রে দেখা যাবে৷ আগামী অক্টোবরে একটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করবেন তিনি৷ ২০২৪-র শেষে বা ২০২৫-র শুরুতে মুক্তি পাবে ছবিটি৷ প্রসেনজিৎ জানান, এই কাজ করে তিনি অত্যন্ত খুশি৷ তিনি সব ধরনের ছবিতেই কাজ করতে ইচ্ছুক৷

Show More

Related Articles

Back to top button