Barak Valley
করিমগঞ্জে ২১শে জুলাই স্মরণ

করিমগঞ্জ : যথাযোগ্য মর্যাদায় ২১শে জুলাই মাতৃভাষা শহিদ দিবস পালিত হল করিমগঞ্জে৷ বরাকের আওয়াজের পক্ষ থেকে রবিবার শহরের সবকটি শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়৷ প্রথমে জেলাশাসকের সামনের শহিদ বেদিতে, এরপর পূর্ত বিভাগের কার্যালয়ের সামনে, তারপর ব্রিজ রোডের হোকার্স মার্কেটের সামনের শহিদ বেদি ও জল সম্পদ বিভাগের অফিসের উল্টো দিকের বেদিতে শ্রদ্ধা নিবেদনের পর সব শেষে শম্ভুসাগর উদ্যানের জাতীয় শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি জানান, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, পিকলু দাস, অরূপ রায়, কৃষ্ণা মেনন দে, শুভ্রপ্রকাশ দেব, মিতালি নাথ, ড. অর্পিতা দাস প্রমুখ৷ এদিন সন্ধ্যায় শহিদ বেদি গুলোতে প্রদীপ প্রজ্বলন করেন সুদীপ চক্রবর্তী, বাপ্পন দাস ও পার্থ দাস৷