Barak Valley

করিমগঞ্জে ২১ স্মরণে প্রদীপ পদযাত্রা

করিমগঞ্জ : শহিদদের শ্রদ্ধা ও ২১-র চেতনা জাগিয়ে রাখতে শনিবার জেলাশাসকের বাংলোর সামনে শহিদ জগন্ময় ও দিব্যেন্দু’র শহিদ বেদি থেকে বরাকের আওয়াজের উদ্যোগে ‘প্রদীপ পদযাত্রা’র সূচনা হয় করিমগঞ্জে৷ প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন নির্মাল্য দাস ও পরিমল রায়৷ শহিদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি জানান, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ এরপর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা প্রদীপ ও বাংলা ভাষার নানা পোস্টার হাতে নিয়ে পদযাত্রায় সামিল হন৷ পদযাত্র শহিদ স্মরণী হয়ে ১৯৮৬ সালের ২১ জুলাই শহিদের রক্তস্নাত ভূমিতে থাকা শহিদবেদিতে শ্রদ্ধা জানিয়ে মালা ও প্রদীপ প্রজ্বলন করেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ও অপরূপ দাস৷ এরপর টাউন কালীবাড়ি রোড, রাজবাংলা রোড, ছন্তর বাজার হয়ে শহিদ ক্ষুদিরাম স্মরণিতে শ্রদ্ধা ও প্রদীপ প্রজ্বলন করেন আইনজীবী পিকলু দাস ও শহিদ পরিবারের সদস্য শুভ্রজ্যোতি দেব৷ এরপর প্রদীপ পদযাত্রা মিশনের সামনা হয়ে শম্ভু সাগর উদ্যানের জাতীয় শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে সমাপ্ত হয়৷ জাতীয় শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি ও প্রদীপ প্রজ্বলন করেন রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন উপাধ্যক্ষ ড. শর্মিষ্ঠা খাজাঞ্চি ও করিমগঞ্জ পৌরসভার উপপৌরপতি সুখেন্দু দাস৷ এরপর সমবেত কন্ঠে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন মৌসুমী দাস বণিক সহ অন্যান্য শিল্পীরা৷ এদিকে, আয়োজক কমিটি বরাকের আওয়াজের পক্ষে আহ্বায়ক অরূপ রায় ২১ জুলাই সকাল ৮টায় একযোগে শহরের প্রতিটি শহিদবেদিতে শ্রদ্ধাঞ্জলি ও সন্ধ্যায় প্রতিটি বাড়ি, ব্যবসায়ী প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ও বেসরকারি কার্যালয়ে ২টি করে প্রদীপ প্রজ্বলন করার জন্য বিনম্র আবেদন জানান৷ একই সঙ্গে পদযাত্রায় সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন৷

Show More

Related Articles

Back to top button