Barak ValleyAssamNorth-East

করিমগঞ্জের ভেটারবন্দে বারো কোটি টাকার ড্রাগস উদ্ধার, ধৃত 2

করিমগঞ্জ : পাচারের মুখে করিমগঞ্জের রাতাবাড়ি থানাধীন রামকৃষ্ণনগর এলাকার ভেটারবন্দ থেকে প্রায় বারো কোটি টাকার ড্রাগস উদ্ধার সহ এতে জড়িত দুই পাচারকারিকে আটক করেছে পুলিশ।গোপন সুত্রের ভিত্তিত্বে এসপি পার্থপ্রতীম দাসের নেতৃত্বে বুধবার সকালে একদল পুলিশ রাতাবাড়ির ভেটারবন্দর-মিজোরাম সড়কে ওৎপেতে বসে থাকলে সাফল্যা আসে।এমন সময় মিজোরাম থেকে রাতাবাড়ি অভিমুখে আসা এএস(এগারো)ইসি(দুই শূণ্যু আট দুই)নম্বরের একটি ভাঙ্গা লোহার সামগ্রী বোজাই টাটা ম্যা জিক অকুস্থলে পৌছালে গাড়িটি তল্লাশি চালায় পুলিশ।এতে একটি ভাঙ্গা লোহার ড্রাম থেকে এক`শ একুশটি সাবানের কেসে দেড় কেজি ওজনের হেরোইন উদ্ধার হয়।যার বাজার মুল্যে বারো কোটি টাকার মত হবে বলে জানান এসপি।তিনি আরও জানান যে এ কান্ডে আব্দুল কালাম ও সাজু মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে।এদের প্রথমজনের বাড়ি নিলামবাজারে ও অপরজনের বাড়ি করিমগঞ্জে।ড্রাগসগুলো মিজোরামের আইজল থেকে সংগ্রহ করে নিলামবাজারে পাচারের উদ্দেশ্যে ছিল পাচারকারিরা।ধুতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশের ধারনা এ কান্ডের নেপথ্যে আরও রাঘব বুয়ালরা জড়িত রয়েছে।

Show More

Related Articles

Back to top button