Barak Valley

করিমগঞ্জে ৫০০ বন্যাক্রান্ত পরিবারে খিচুড়ি বিতরণ রুদ্রাক্ষের

করিমগঞ্জ : করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত৷ চারিদিকে শুধু হাহাকার৷ এ অবস্থায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে করিমগঞ্জ নিলামবাজারের রুদ্রাক্ষ সোশ্যাল অ্যান্ড কালচারেল অর্গানাইজেশন এবং নিলামবাজার SDRF সহযোগে ৪০-৫০টি পরিবারকে উদ্ধার করে৷ এর পর তারা সুপ্রাকান্দি এলাকায় পল্লীমঙ্গল ক্যাম্প সহ স্টেশন চত্বর এবং রাস্তার পাশে থাকা আশ্রিত পরিবারকে তাদের পক্ষ থেকে খিচুড়ি বিতরণ করে৷ বুধবার প্রায় ৫০০ পরিবারের মুখে খাবার তুলে দেন রুদ্রাক্ষের কর্মকর্তারা৷ কর্মকর্তারা জানিয়েছেন, এভাবে বন্যা দুর্গত মানুষকে খাবার তুলে দিতে পেরে তারা খুব আনন্দিত৷ আগামীতেও জনগণের সার্বিক সহযোগিতায় তারা পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ৷ উল্লেখ্য, করিমগঞ্জে বন্যাক্রান্ত মানুষের দুর্ভোগ যেন চরম পর্যায়ে৷ প্রচণ্ড দুঃখের আবহে দিন কাটাতে হচ্ছে তাদের৷ অনেকের বাড়িতেই খাবার কেনার মতো আর্থিক সম্বল নেই, আবার অনেকেরই বাড়ির আসবাবপত্র এবং অন্যান্য সামগ্রী বন্যার জলে ভেসে গেছে৷ তাই তাদের সাহায্যের হাত বাড়ানোয় রুদ্রাক্ষ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে৷

Show More

Related Articles

Back to top button