Barak Valley
টাউন ইদগাহের সামনের সড়ক সাফাই করলো করিমগঞ্জ পৌরসভা

করিমগঞ্জ : ইদ উপলক্ষে করিমগঞ্জ টাউন ইদগাহের সামনের সড়ক সহ সংলগ্ন এলাকা পরিষ্কার করা হয়েছে পৌরসভার উদ্যোগে৷ বৃহস্পতিবার শ্রমিক লাগিয়ে পরিষ্কার করা হয়৷ উপ-পৌরপতি সুখেন্দু দাসকে নিজে দাঁড়িয়ে তদারকি করতে দেখা গেছে৷