Barak Valley
করিমগঞ্জে মহিলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভানেত্রী বিউটি বেগম

করিমগঞ্জ : দীর্ঘ মাস থেকে শূন্য হয়ে থাকা করিমগঞ্জ জেলা মহিলা কংগ্রেস পদে নতুন একজনকে নিয়োগ করেছে প্রদেশ নেতৃত্ব৷ বিউটি বেগম চৌধুরীকে নতুন ভারপ্রাপ্ত জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী হিসেবে নিয়োগ করেছেন প্রদেশ সভানেত্রী মীরা বরঠাকুর গোস্বামী৷ প্রসঙ্গত, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের নির্দেশে আচমকা কংগ্রেস মহিলা সভানেত্রীর পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেন সঙ্ঘমিত্রা দাস৷ এরপর থেকেই এই পদটি খালি ছিল৷