Barak Valley

ক‌রিমগঞ্জের নবাগত এসিএফ ‌দেব‌জ্যো‌তি নাথ‌কে সংবর্ধনা এমএসএফ-এর

ক‌রিমগঞ্জ, ১২ এপ্রিল : ক‌রিমগঞ্জ ডিভিশনাল ফরেস্ট-এ নবাগত এসিএফ দেব‌জ্যো‌তি নাথ‌কে সংবর্ধনা জ্ঞাপন করেছে ছাত্র সংগঠন এমএসএফ।

আজ বুধবার সংগঠনের বরাকভ্যালি জো‌নের ইনচার্জ ছাত্রনেতা বদরুল হ‌কের নেতৃ‌ত্বে এক প্রতি‌নি‌ধি দল করিমগঞ্জে তাঁর কার্যাল‌য়ে গিয়ে তাঁকে ফু‌লের তোড়া, গা‌মোছা ইত্যাা‌দি দি‌য়ে সংবর্ধনা জ্ঞাপন ক‌রে তাঁর সুস্বাস্থ্য্ ও দীর্ঘায়ু কামনা ক‌রে। বদরুল হক জানান, বিগত দিনে বর্তমান এসিএফ দেবজ্যোতি নাথ পাথারকা‌ন্দি‌তে ফ‌রেস্ট রেঞ্জারের দা‌য়ি‌ত্ব সুনা‌মের সা‌থে পালন করে গে‌ছেন। গত বছর তাঁকে হোজাইয়ে বদ‌লি করা হয়।

এবার দেব‌জ্যো‌তি নাথ‌কে এসিএফ প‌দে উন্নীত করে রাজ্য বন বিভাগ তাঁকে ক‌রিমগঞ্জ জেলায় পাঠিয়েছে। এজন্য প‌রি‌বেশ‌প্রেমী জনগণ সহ বি‌ভিন্ন সামা‌জিক সংস্থার কর্মীরা অত্যন্ত খু‌শি। আজকের সংবর্ধনা জ্ঞাপনকালে অন্যদের ম‌ধ্যে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জয়নাল উদ্দিন, সামাদ উদ্দিন, সোহাইল আহমেদ, আতিকুর রহমান প্রমুখ।

Show More

Related Articles

Back to top button