Barak Valley

করিমগঞ্জ কারাগারে অগপ-র ইফতার বন্টন

করিমগঞ্জ : কৃষিমন্ত্রী অতুল বরার জন্মদিনে বিভিন্ন সামাজিক কাজ হাতে নিল অসম গণ পরিষদ৷ দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দাইয়ান হুসেনের উদ্যোগে এই কার্যসূচি আয়োজিত হয় করিমগঞ্জে৷

দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জেলা কারাগারের কয়দিদের মধ্যে ইফতার সামগ্রী বন্টন করা হয়৷ এতে দাইয়ান হুসেন ছাড়াও করিমগঞ্জ জেলা এজিপির সম্পাদক আবুল হুসেন, মন্ডল সভাপতি সহিদ হুসেন ও অন্যরা উপস্থিত ছিলেন৷

সংবাদমাধ্যমকে দাইয়ান হুসেন জানান, দলের কেন্দ্রীয় সভাপতি হিসাবে অতুল বরা দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব দলকে অনেক এগিয়েছে৷ নির্বাচনে দল অনেক ভালো ফল করেছে৷ মন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর তিনি মানুষের উন্নয়নের জন্য সচেষ্ট রয়েছেন৷

Show More

Related Articles

Back to top button