Barak Valley

করিমগঞ্জ জেলায় স্বাস্থ্য কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষিত পরিবেশ দিতে প্রশাসনিক বৈঠক

হাসপাতালে রোগী-অ্যাটেনডেন্টদের প্রবেশ ও অন্যান্য গতিবিধির ওপর কঠোর নজর রাখার নির্দেশ ডিসির

জনসংযোগ, করিমগঞ্জ, ২৭ আগষ্ট : কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে রাজ্যের মুখ্য সচিব ও পুলিশ মহা নির্দেশককে পাঠানো পত্রের নির্দেশ অনুসারে সমগ্র দেশের সঙ্গে করিমগঞ্জ জেলায়ও স্বাস্থ্য কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা সুনিশ্চিত করতে মঙ্গলবার করিমগঞ্জে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরোহিত্যে তার কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাস, স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী আরামবাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডা. সুমনা নাইডিং, সিভিল হাসপাতালের অধীক্ষক ডা. লিপি দেব, করিমগঞ্জ পুলিশ থানার আধিকারিকগণ অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি মিনার্ভা দেবী কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে পাঠানো নির্দেশিকাগুলি পাঠ করেন। এতে ওই নির্দেশিকা অনুসারে করিমগঞ্জ জেলার প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণে ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট আইন ও ধারাগুলি বাংলা ও ইংরেজি ভাষায় প্রদর্শন করে রাখতে নির্দেশ দেন জেলা আয়ুক্ত।

নির্দেশিকা অনুসারে স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করতে স্বাস্থ্য কেন্দ্রের বরিষ্ঠ চিকিৎসক ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে “হসপিটাল সিকিউরিটি কমিটি এন্ড ভায়োলেন্স প্রিভেনশন কমিটি গঠন” করতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় জেলা আয়ুক্ত স্বাস্থ্য কেন্দ্রগুলিতে প্রতিজন স্বাস্থ্যকর্মী সহ ঠিকা ভিত্তিক স্বাস্থ্যকর্মী এবং সাফাই কর্মীদের পুলিশ বিভাগকে অবগত করে প্রয়োজনীয় পরিচয় পত্র প্রদান এবং হাসপাতালে সাধারণ জনগণ, রোগীর নিকটাত্মীয় এবং অ্যাটেনডেন্টদের প্রবেশ ও অন্যান্য গতিবিধির উপর কঠোর নজর রাখতে স্বাস্থ্যকেন্দ্রের প্রধানদের নির্দেশ দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার হাসপাতালে রাতে চিকিৎসার ডিউটিতে থাকা স্বাস্থ্য কর্মীদের কর্তব্যের তালিকা পুলিশকে শেয়ার করতে পরামর্শ দেন যাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে কোন ধরনের অবাঞ্চিত ঘটনা রোধে নজরদারি জোরদার করা সম্ভব হয়। প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ও প্রাঙ্গনে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়। এতে ওই নির্দেশিকা অনুসারে রাতে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়মিত সুরক্ষার টহলদারি সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়।

নির্দেশিকা অনুসারে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ২৪ ঘন্টা কার্যকরী থাকা কন্ট্রোল রুম স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং নিকটবর্তী পুলিশ থানার সাথে নিয়মিত সংযোগ স্থাপন করে থাকতে পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্যকেন্দ্রে যেকোনো ধরনের যৌন হয়রানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অভ্যন্তরীণ কমিটি গঠন করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে কেন্দ্র সরকারের ওই নির্দেশিকা অনুসারে প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ক্যামেরাগুলির সচলতা সুনিশ্চিত করতে ও এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। এ দিনের সভায় প্রতিটি স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সেবা প্রদানকারীদের সুরক্ষা সুনিশ্চিত করার পরিবেশ গড়ে তোলার জন্য প্রতিজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের তাদের কর্তব্য করে যেতে জেলা আয়ুক্ত বিশেষ গুরুত্ব প্রদান করেন।

Show More

Related Articles

Back to top button