১৬ মে করিমগঞ্জে উনিশের মহামিছিল

করিমগঞ্জ : উনিশের চেতনাকে জাগ্রত করতে বহুভাষিক ঐক্যের মহামিছিলে শামিল হচ্ছে করিমগঞ্জ৷ ১৬ মে বরাকের ৩ জেলায় মহামিছিলের আয়োজন করা হয়েছে৷ শহরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংস্থা, রাজনৈতিক ও বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাকে নিয়ে হবে এই মহামিছিল৷ করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে এক সভায় ১৯শের চেতনার নানা দিক নিয়ে শুক্রবার আলোচনা করেন উদ্যোক্তারা৷
আলোচনায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে ১৬ মে বিকেল ৪টায় শম্ভুসাগর উদ্যানের শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সেখান থেকে সকলের সম্মিলিত প্রয়াসে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক দিয়ে এওসি পয়েন্টে নেতাজির পাদদেশে গিয়ে সমাপ্ত হবে৷ সেখানে ইয়ুথ ইউনিটি ক্লাবের সামনে উনিশের চেতনার প্রাসঙ্গিক আলোচনা করা হবে৷ সব শেষে আবার শহিদ বেদীতে প্রদীপ প্রজ্বলন করা হবে৷
আলোচনায় অংশ নেবেন সৌমিত্র পাল, ডা. দেবতোষ পাল, পিকলু দাস, তনুশ্রী ঘোষ, ঝুমা দাস, অর্পিতা দাস, সৌমিত্র দত্ত রায়, সন্তোষ দেব নাথ, কৃষ্ণ কংস বণিক, বিভাস রায়, সুরজিৎ দেব, জয়দীপ দত্ত, শুভঙ্কর মালাকার, শুভ দাস ও অরূপ রায়৷