শনিবার আলগাপুরের ৬টি জিপিতে একাউন্ট খুলে দিতে শিবির

জনসংযোগ, হাইলাকান্দি, ২ মে : হাইলাকান্দি জেলার ৬টি জিপিতে জনসুরক্ষার অধীনে জনসাধারণকে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলে দিতে আগামী ৬মে ছয়টি অর্থনৈতিক সবলীকরণ শিবির খোলা হবে। আলগাপুর ব্লকের এই ছয়টি জিপি হল উত্তর নারায়নপুর, চন্ডিপুর, মোহনপুর-বারনিব্রিজ, সৈয়দবন্দ, বাঁশবাড়ি এবং চিপরসাঙ্গন জিপি। এই জিপি গুলির কার্যালয়ে শনিবার দিন শিবির অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসনের উদ্যোগে এবং লিড ব্যাংকের ব্যবস্থাপনায় এই শিবিরের আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট জিপির জনসাধারণকে এই শিবির গুলির সুযোগ নেবার আবেদন জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে প্রচারিত এক বিজ্ঞপ্তিতে। উল্লেখ্য গত ২৯ এপ্রিল অনুরূপ তিনটি অর্থনৈতিক সবলীকরন শিবির অনুষ্ঠিত হয় হাইলাকান্দি জেলায়। বার্নারপুর-সর্বানন্দপুর জিপি কার্যালয়, রাজেশ্বরপুর জিপি কার্যালয় এবং নিমাইচান্দপুর জিপি কার্যালয়ে এই শিবির তিনটি অনুষ্ঠিত হয়।