Barak ValleyAssamNorth-East
করিমগঞ্জ জেলা কারাগারে পথ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য দরপত্র আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জ জেলা কারাগারে পথ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য সরবরাহকারী, ফার্ম ও ডিলারদের কাছ থেকে ই- টেন্ডার আহ্বান করা হয়েছে।
করিমগঞ্জ জেলা কারাগারের সুপারিনটেনডেন্ট দরপত্র সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে ২০২৩-২৪ অর্থবছরে জেলা কারাগারে পথ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহের জন্য এই ই-টেন্ডার আহ্বান করেছেন।
দরপত্র ই-টেন্ডার পোর্টেল https://assamtenders.gov.in-এর মাধ্যমে আগামী ১৫ মার্চ বেলা ১-টার মধ্যে জমা করতে বলেছেন তিনি। এ, বি, সি, ডি এবং ই, এই পাঁচটি গ্রুপে আহ্বান করা দরপত্রের বিস্তারিত বিবরণ শর্তাবলি ইত্যাদি ওই ই-টেন্ডার পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি এই দরপত্রে অংশগ্রহণকারীদের ন্যূনতম দ্বিতীয় শ্রেণির বৈধ ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট এবং পোর্টালে রেজিস্টার্ড থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।