করিমগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত বাজার ও মাছেৰ মহাল বন্দোবস্তের জন্য দরপত্র আহ্বান

জনসংযোগ, করিমগঞ্জ, ৩১ মে : করিমগঞ্জ জেলা পরিষদের অন্তর্গত বাজার ও মাছের মহাল ২০২৩-২৪ পঞ্চায়েত বর্ষের জন্য অর্থাত্ চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এক বছরের জন্য বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে দরপত্র আহ্বান করা হয়েছে।
করিমগঞ্জ জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের যুগ্ম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নিলামবাজার, কালিগঞ্জ বাজার, কাজিরবাজার, হাতিখিরা বাজার, ফকিরা বাজার, আনিপুর দৈনিক পঞ্চায়েত বাজার, নিভিয়া বাজার, গান্ধাই বাজার, চেরাগি বাজার, ছড়ারপার বাজার, গোবিন্দগঞ্জ বাজার, বাজারিছড়া বাজার, কাউদিঘি মীন মহাল, শ্রীগৌরী বাজার ও সকাইতি মীন মহাল বন্দোবস্তের জন্য এই দরপত্র আহ্বান করা হয়েছে।
দরপত্র ৮ টাকা ২৫ পয়সার কোর্ট ফি স্ট্যাম্প সহ সিলমোহর যুক্ত খামে আগামী ১৬ জুন বেলা ২-টার মধ্যে করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ে জমা দিতে হবে। বিস্তারিত বিবরণ করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাবে বলে জানানো হয়েছে।