করিমগঞ্জ টাউন কালীবাড়িতে ৬ দিনের বার্ষিক উৎসব শুরু
করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জ টাউন কালীবাড়িতে ৬ দিনব্যাপী বার্ষিক উৎসবের সূচনা হয়েছে শুক্রবার৷ এদিন শিব, বিষ্ণু ও শ্রীশ্রী কালীমাতার অভিষেক এবং চণ্ডীদেবীর পূজা হয়৷ অন্যদিকে, শনিবার সপ্তসতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়৷ এদিন একইসঙ্গে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস হয়৷ রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সংকীর্তন চলবে৷ বুধবার শ্রীশ্রী হরিনাম সংকীর্তন সমাপন শোভাযাত্রা মহোৎসব ও মহন্ত বিদায় হবে৷ শুক্রবার শিব, বিষ্ণু ও শ্রীশ্রী কালীমাতার অভিষেক এবং চণ্ডীদেবীর পূজারম্ভ হয়৷ রাত ৭টায় কালীমাতার আরতি ও ভক্তিমূলক ভজন সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ এতে স্থানীয় বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন৷ অন্যদিকে, শনিবার সকালে চণ্ডীদেবীর পঞ্চাবৃত্তি ও সপ্তসতী হোম হয়৷ একইসঙ্গে ২৪ প্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের অধিবাস হয়৷ ২৫ ফেব্রুয়ারি ভোর ৫টায় মঙ্গলারতি সমাপনান্তে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ শুরু হবে৷ ২৬ ও ২৭ ফেব্রুয়ারি দিনব্যাপী চলবে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন৷ ২৮ ফেব্রুয়ারি থাকবে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন সমাপন শোভাযাত্রা মহোৎসব ও মহন্ত বিদায়৷ ৬ দিনের উৎসবকে সুন্দর ও সফল করে তোলার জন্য সবার সহযোগিতা কামনা করছেন টাউন কালীবাড়ি পরিচালন সমিতির সভাপতি সুহাসরঞ্জন দাস, সম্পাদক সুব্রত দাস, কোষাধ্যক্ষ সায়ন্তন স্বামী৷ অন্যদিকে উৎসব কমিটির সভাপতি অরূপ ভট্টাচার্য, আহ্বায়ক দেবল নন্দী ও কোষাধ্যক্ষ রুদ্রকান্ত নন্দী জানান, বিভিন্ন স্থান থেকে কীর্তনীয়া দল উৎসবে যোগদান করবে এবং মহাপ্রসাদ বিতরণ করা হবে৷