Barak Valley

করিমগঞ্জ থেকে আপাতত স্থানান্তর হচ্ছে না ITI, কমলাক্ষকে আশ্বাস মন্ত্রীর

করিমগঞ্জ : করিমগঞ্জ সদর থেকে আপাতত ITI স্থানান্তর হচ্ছে না৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে৷ উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে এ আশ্বাস দিয়েছেন রাজ্যের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া৷

ITI অর্থাৎ Industrial Training Institute-এ শিল্প বা বৃত্তিমূলক course করানো হয়৷ ITI মানে এমন একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে সহজেই যুবক যুবতীরা সরকারি ও বেসরকারি চাকরি লাভ করতে পারে প্রশিক্ষণ শেষে৷ বিভিন্ন কারিগরি course-এ ৮ম, ১০ম ও দ্বাদশ শ্রেণি পাশ ছাত্ররা করতে পারে৷ ITI certificate course-এ ছাত্রদের শিল্প দক্ষতা এবং কাজের জন্য শিক্ষিত করা হয়৷ এর উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে এমন সম্ভাবনা ও দক্ষতার বিকাশ ঘটানো, যাতে তারা অল্প বয়সেই ব্যবসা করতে পারে বা চাকরি পেতে পারে৷ এই course-র সময় ছাত্রদের শিল্প স্তরে কাজ করার জন্য প্রস্তুত করা হয়৷ এতে শিক্ষার্থীরা তাদের আগ্রহ অনুযায়ী বিভিন্ন trade বেছে নেওয়ার বিকল্প পায়৷

সম্প্রতি সরকারি নির্দেশে করিমগঞ্জ জেলা সদর থেকে সরিয়ে নেওয়া হয় ITI. সেটেলমেন্ট থেকে এবার রামকৃষ্ণনগরে নিয়ে যাওয়া হলো ITI. ১৯৮৫ সালে আত্মপ্রকাশ করা করিমগঞ্জ ITI-র পঠনপাঠন চলে শ্রীকোণায়৷ নির্ধারিত জায়গা সহ পরিকাঠামোগত সমস্যার জন্য ১৯৯১ সাল পর্যন্ত ITI-র অস্থায়ীভাবে শ্রীকোণা ITI-তে ক্লাস চলে৷ এরপর করিমগঞ্জে শুরু হয় ITI-র প্রশিক্ষণ৷ মূলত ২টি বিষয় এয়ার কডিশনিং এবং রেফ্রিজেশন, ড্রেস মেকিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়৷ কিন্তু প্রশিক্ষার্থীর অভাব, কর্মীশূন্যতা এবং স্থায়ী জায়গার অভাব সহ অন্যান্য বিষয় খতিয়ে দেখে সরিয়ে নেওয়া ITI-কে৷

বিষয়টি নিয়ে সরব হন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷ বুধবার রাজ্যের শ্রম-দক্ষতা ও নিয়োগ বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত তুলে ধরেন তিনি৷ করিমগঞ্জ জেলা সদর থেকে ITI রামকৃষ্ণনগরে স্থানান্তর করা হলে বহু ছাত্রছাত্রী প্রশিক্ষণ লাভে বঞ্চিত হবে বলে বিধায়ক জানান৷ তাই ITI না সরানোর দাবিতে লিখিত আবেদনপত্র মন্ত্রীর হাতে তুলে দেন কমলাক্ষ৷

মন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পাশাপাশি করিমগঞ্জ জেলা সদর থেকে ITI স্থানান্তর প্রক্রিয়া স্থগিত করা হবে বলে বিভাগীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ৷

Show More

Related Articles

Back to top button