Barak Valley
করিমগঞ্জ পুলিশের জালে পাঁচ ছিঁচকে চোর, উদ্ধার ১৮টি মোবাইল ফোন, নগদ টাকা

করিমগঞ্জ : ১৮টি মোবাইল ফোনের হ্যান্ডসেট, নগদ দশ হাজার টাকা সমেত পাঁচ ছিঁচকে চোরকে পাকড়াও করেছে করিমগঞ্জ সদর থানার পুলিশ।
গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ সোমবার কাকভোরে করিমগঞ্জ শহরের উপকণ্ঠ মোবারকপুরে নাকা পয়েন্ট গড়ে চুরির সামগ্রী সহ পাঁচ চোরকে ধরতে সক্ষম হয়েছে সদর পুলিশ।
ঘটনা সম্পর্কে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস জানান, ধৃতরা গত কয়েতকদিন ধরে পাথারকান্দি ও রামকৃষ্ণনগর এলাকা থেকে বহু মানুষের মোবাইল ও টাকা চুরি করেছে। আজ ভোরে তাদের পাকড়াও করে সদর থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের জাবেদ আলি, ইসলাম উদ্দিন, ফারুক উদ্দিন, হেকিম উদ্দিন ও আহাদ উদ্দিন বলে পরিচয় পাওয়া গেছে।