AssamBarak ValleyNorth-East

করিমগঞ্জ: প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হলো মঙ্গলবার

করিমগঞ্জ : করিমগঞ্জ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে মঙ্গলবার৷ এদিন প্রেস ক্লাবের সভাগৃহে সাধারণ সভার মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে৷ ক্লাবের সংবিধান অনুযায়ী ২ বছরের কার্যকাল নিয়ে মোট ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে৷

নতুন কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব নেন রাহুল পাল (Prag NE)৷ সম্পাদক হিসাবে মনোনীত হয়েছেন মৃত্যুঞ্জয় চক্রবর্তী৷ এছাড়া উপ-সভাপতি পদে অরবিন্দ দাস (DA News Plus), কোষাধ্যক্ষ অরূপ দে (বাপ্পা) (ANI), সহ সম্পাদক পদে জয়দীফ দেব ও উদয় দেব রায় (Ishan News), ক্রীড়া সম্পাদক হিসাবে সৌরভ চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক হিসাবে শুভঙ্কর মালাকারকে নিযুক্ত করা হয়েছে৷ এছাড়া সাগ্নিক চৌধুরী, শিবম পুরকায়স্থ (Simanta Barta) ও রোহন মালাকার সদস্য হিসাবে রয়েছেন৷

এদিন কমিটি গঠনের পর সংক্ষিপ্ত আলোচনা হয়৷ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা নিয়ে নতুন কমিটি সরব হবে এই মর্মে সবাই একমত হন৷ জেলার সাংবাদিকদের সুযোগ-সুবিধা আদায়ে কাজ করবে নতুন কমিটি৷ এছাড়া বিভিন্ন সামাজিক কাজে কমিটি এগিয়ে যাবে৷ আগামী দিনে ক্লাবের কর্ম পরিকল্পনা পুনরায় সভা আয়োজনের মাধ্যমে স্থির করা হবে৷

Show More

Related Articles

Back to top button