করিমগঞ্জের চুড়াইবাড়িতে প্রায় দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার, ধৃত ত্রিপুরার দুই বাসিন্দা

বাজারিছড়া : অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী করিমগঞ্জ জেলার (অসম) চুড়াইবাড়ি চেকগেটে প্রায় দেড় কোটি টাকার গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাঁজা পাচারের অভিযোগে ত্রিপুরার দুই বাসিন্দা যথাক্রমে ফজির আলি ও রাকেশ গাজিকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজা পাচারে ব্যবহৃত একটি লরি।
জানা গেছে, আজ শনিবার সকাল প্রায় দশটা নাগাদ প্রতিবেশী রাজ্য ত্রিপুরা সীমান্ত অতিক্রম করে টিআর ০১ এইউ ১৭০১ নম্বরের একটি লরি অসমের প্রবেশদ্বার বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়িতে আসে। ত্রিপুরা সীমান্তের এপারে এলে লরিতে চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্টের ইনচার্জ প্রণব মিলির নেতৃত্বে তালাশি চালানা হয়। তালাশি চালিয়ে লরির গোপন চেম্বার থেকে ৮২ প্যাকেটে ১,৬৪০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশের দল। এগুলোর কালবাজারী মূল্য কমপক্ষে দেড় কোটি টাকার উপর হবে বলে পুলিশ জানিয়েছে।
গাঁজা পাচারের অভিযোগে ত্রিপুরার দুই বাসিন্দা লরির চালক ও সহ-চালক যথাক্রমে ফজির আলি ও রাকেশ গাজিকে আটক করে পুলিশ। পরে জেরায় স্বীকারোক্তির ভিত্তিতে উভয়কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ নিচ্ছে, জানা গেছে পুলিশ সূত্রে।