Barak Valley

করিমগঞ্জ বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের অনুষ্ঠান কাল

করিমগঞ্জ : করিমগঞ্জ বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে আগামী ৯ সেপ্টেম্বর, সোমবার জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ এ অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়৷

এতে কলকাতার বিশিষ্ট শিল্পীরা সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করবেন৷ করিমগঞ্জের সংযুক্তা গ্রুপের উদ্যোগে এই অনুষ্ঠান হতে চলেছে৷ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রধান উপাচার্য এবং বিশিষ্ট লেখক-অধ্যাপক রজত কিশোর দে, বিশিষ্ট নাট্যকার, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব তথা বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিষ্ঠাতা সম্পাদক ড. রাধাকান্ত সরকার, প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা তথা বিশ্ব বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের সম্পাদিকা ড. শিবানী দাস, বিশিষ্ট কবি ও সাহিত্যিক দিলীপ কুমার প্রামাণিক সহ অন্যরা৷ এ ছাড়াও কলকাতা থেকে ১০ জন অতিথি শিল্পী আসছেন৷

এ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠান৷ থাকছেন করিমগঞ্জের স্বনামধন্য সাংস্কৃতিক সংঘটন গুলোর দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান৷ এই অনুষ্ঠানকে সফল করে তুলতে সবার উপস্থিতি কামনা করেছেন আয়োজক সংস্থার পক্ষে উপদেষ্টা জগদীশচন্দ্র বণিক, গৌতম চক্রবর্তী, বিষ্ণুপদ নাগ, সীমা দাস ও নিবেদিতা চক্রবর্তী৷

Show More

Related Articles

Back to top button