Barak Valley

করিমগঞ্জ রামকৃষ্ণ মিশন এবং রোটারি ক্লাব অব বর্ডারল্যান্ড-এর উদ্যোগে রক্তদান শিবির

শ্রীভূমি, ৩১ আগস্ট : করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনের সহযোগিতায় রোটারি ক্লাব অব বর্ডারল্যান্ডের সদস্যরা শ্রীভূমি শহরে এক রক্তদান শিবিরের আয়োজন করে। রবিবার রামকৃষ্ণ মিশন ডিসপেনসারি প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরে বিভিন্নজন রক্তদানের মতো মহৎ কাজে স্বৎসাহে অংশগ্রহণ করেন। এদিন উদ্যোক্তা প্রতিষ্ঠান দু’টির পক্ষ থেকে রক্তদানকারীদের মাঝে ফলের রস, শুকনো ফল এবং অন্যান্য খাদ্য সামগ্রী পরিবেশন করা হয়। এদিনের এই শিবিরের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোটারি ক্লাব অব বর্ডারল্যান্ড-এর সভাপতি পারমিতা চৌধুরি ও সম্পাদক অনুরূপা দাস। তাছাড়া শিবির আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেন ক্লাবের সদস্যরা।

এদিনের অনুষ্ঠানে ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ নাথ, বিশ্বজিৎ রায়, জিতুল সনোয়াল, বাল্মীকি দেব রায়, মহুল চৌধুরি, আরোহণ দাস, অরুণাভ চৌধুরি, অরুন্ধুতি নাথ, সঞ্জীব পাল, বেবুন সুক্রোজ, শুভম রায়। তাছাড়া রামকৃষ্ণ মিশনের পক্ষে উপস্থিত ছিলেন স্বামী প্রেমগহানানন্দজি মহারাজ এবং আর কে মিশনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা।

Show More

Related Articles

Back to top button