করিমগঞ্জ রেডক্রস হাসপাতালে শুরু দন্ত বিভাগ।

সুস্মিতা দাস, করিমগঞ্জ: স্বাস্থ্যসেবায় অন্যতম প্রতিষ্ঠান করিমগঞ্জ রেডক্রস সোসাইটি। গত চার যুগ ধরে করিমগঞ্জ রেডক্রস হাসপাতাল জেলার স্বাস্থ্য পরিষেবায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখে চলেছে। এবার রেডক্রস হাসপাতালে সংযোজন ঘটল দন্ত বিভাগের। আজ আনুষ্ঠানিকভাবে এই বিভাগের সূচনা হয়। ফিতে কেটে দন্ত বিভাগটির উদ্বোধন করেন করিমগঞ্জ রেডক্রস সোসাইটির চেয়ারম্যান মনোজ দাস। উদ্বোধন পর্বে ছিলেন সংস্থার সম্পাদক প্রবাল দাস, সজল দত্ত, সন্তোষ জৈন, নিশিকান্ত ভট্টাচার্য, বিজন দত্ত, বিভাগের ডাক্তার দেবশ্রী দত্ত প্রমুখ। রেডক্রস চেয়ারম্যান মনোজ দাস বলেন, ‘সবার সহযোগিতায় রেডক্রস হাসপাতাল স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। এই দাঁতের বিভাগটিও একদিন সুনাম অর্জন করবে’। বিভাগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন। দন্ত বিভাগের চিকিৎসক ডাঃ দেবশ্রী দত্ত বলেন, ‘খুব সাশ্রয় মূল্যে রেডক্রস হাসপাতালে এখন থেকে দাঁতের সব ধরনের চিকিৎসা সম্ভব হবে’।