Barak Valley
করিমগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত

করিমগঞ্জ : প্রতি বছরের মতো এবারও করিমগঞ্জে জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছে৷ তবে দুর্গাপূজা, কালিপূজার মতো করিমগঞ্জে কয়েকটি স্থানে জগদ্ধাত্রী পূজা হয় না৷ হাতে গোনা কয়েকটি পূজা হয়ে থাকে৷ টাউন কালীবাড়ি, গাছ কালীবাড়ি, সারদা সঙ্ঘ, পূর্ত বিভাগ কার্যালয়ে জগদ্ধাত্রী পূজা হয়৷ করিমগঞ্জে একদিনে পূজার আয়োজন করা হয়৷ একদিনেই চারবার পূজা করা হয়৷ রবিবার টাউন কালীবাড়িতে পূজার অঞ্জলি দিতে প্রচুর ভিড় হয়৷ দুপুরে বিতরণ করা হয় মহাপ্রসাদ৷ এদিকে, সুভাষ নগর রোডে পূর্ত বিভাগের কার্যালয়েও পূজা হয়৷ দুপুরে অসংখ্য মানুষ প্রসাদ গ্রহণ করেন৷