করিমগঞ্জ শহরে অবৈধ দখলদারীদের উচ্ছেদের দাবিতে সরব এনএসইউআই, ডিসিকে স্মারকপত্র

করিমগঞ্জ : সরকারি জমি দখল করে কেউ গড়েছেন অট্টালিকা, আবার কেউ ব্যবসা প্রতিষ্ঠান৷ অথচ এদের বিরুদ্ধে প্রশাসন নিস্ক্রিয় থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে NSUI.
সোমবার কংগ্রেসের এই ছাত্র সংগঠনের তরফে জবরদখলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলাশাসককে স্মারকপত্র দেওয়া হয়৷ এতে উল্লেখ করা হয়েছে, করিমগঞ্জ শহরে সরকারি জমি দখল করে গজিয়ে উঠেছে অনেক বাড়ি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান৷ শহরের পাথারকান্দি রোডের দু’টি বৃহৎ ব্যবসায়িক প্রতিষ্ঠানের জমি দখল করার বিষয় উল্লেখ করা হয়েছে এতে৷ বলা হয়েছে সরকারি জমি ও নালার উপর স্থায়ী ঘর বানিয়ে ব্যবসা চালাচ্ছে বিশাল মেগামার্ট ও নাহাটা৷ সার্কল অফিসে এর পুরো তথ্য রয়েছে৷ এসব নিয়ে নীরব সার্কল ও পৌরসভা কর্তৃপক্ষ৷
এদিন ADC ধ্রুবজ্যোতি দেবের হাতে স্মারকপত্র তুলে দেন NSUI-র State Secretary শুভজিৎ চক্রবর্তী, রোহিত মালাকার, অভিরাজ রায়, দেবরাজ বণিক৷ তারা সরকারি জমি জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান৷
পরে শুভজিত বলেন, সবসময় নিরীহ লোকদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলে৷ ফুটপাতে কষ্ট করে বসে যারা ক্ষুদ্র ব্যবসা চালিয়ে পরিবার প্রতিপালন করছেন তাদের বিরুদ্ধে চলে প্রশাসন ও পৌরসভার উচ্ছেদ৷ অথচ সরকারি জমি দখল করে থাকা বিত্তবানদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয় না৷ তিনি সত্বর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন৷