Barak Valley
কাছাড়ের বুড়িবাইলে নবজাতক উদ্ধার

শিলচর, ২৪ মে : কাছাড় জেলার বুড়িবাইলে সড়কের পাশের থাকা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের বারান্দা থেকে উদ্ধার হয়েছে এক নবজাতক শিশু কন্যা । শিশুটির কান্নার শব্দ শুনে লোকজন জড়ো হলে স্থানীয় মস্তোফা কামাল বড়ভূঁইয়া শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গিয়ে স্বামী স্ত্রী মিলে শিশুটির প্রাথমিক শুশ্রূষা করেন।
পরে খবর পাঠানো হয় ভাঙ্গারপার পুলিশ ফাঁড়িতে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। প্রাথমিক তদন্ত সেরে নবজাতক শিশুকন্যাকে সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পুলিশের সহযোগিতায় মোস্তাফা কামাল এবং তার স্ত্রী শিশুটিকে হাসপাতালে নিয়ে যান । স্থানীয়দের অনুমান শেষ রাতে কোন পাশান হৃদয়ের মা এই নবজাতককে ফেরে রেখে চলে গেছেন ।