Updates

করিমগঞ্জ জেলার শহরাঞ্চলে কৃত্রিম বন্যা, জমা জল সমস্যা নিরসনে অবৈধ বাধা মুক্ত করতে জেলাপ্রশাসনের নির্দেশ

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশে জানিয়েছেন, জেলার জাতীয় সড়ক, রাজ্যিক মহাসড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত সড়ক ও সরকারি খাস জমির পাশের প্রাকৃতিক ও অন্যান্য নর্দমা, ফুটপাত সহ নালা এবং অন্যান্য নালায় বাধা সৃষ্টি, দখল, অবৈধ বাধা ও নির্মাণ পরিলক্ষিত হচ্ছে।

যার ফলে জেলার বিভিন্ন স্থানে জমা জল, শহুরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে জনজীবনকে বিপন্ন করছে। আদেশে বলা হয়েছে যে ওইসব স্থানে এ ধরনের অবৈধ বাধা যদি তাত্‍ক্ষণিকভাবে অপসারণ না করা হয় তবে এ থেকে বর্ষার মরশুমে জেলার বিভিন্ন স্থানে জমা জলে জনগণ ভীষণ সমস্যার সম্মুখীন হবেন।

এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিক ও অন্যান্য সংস্থার আধিকারিক, বিভাগ, পৌরসভা, ডেভেলাপমেন্ট অথরিটি, পূর্ত সড়ক, পূর্ত (জাতীয় সড়ক), এনএইচআইডিসিএল, জল সম্পদ, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ইত্যাদি বিভাগকে তাত্‍ক্ষণিকভাবে প্রাকৃতিক ও অন্যান্য নর্দমা, ফুটপাত সহ নালা, জাতীয় সড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত সড়ক, সরকারি খাস জমি ইত্যাদির পার্শ্ববর্তী নালার বাধা মুক্ত, অপসারণ করতে এবং এ ধরনের সব বাধা, অবৈধ দখল, অবৈধ নির্মাণ সংশ্লিষ্ট এলাকার জনগণ, কর্তৃপক্ষ ও সংস্থা ইত্যাদির সাথে অগ্রিম সূচনা ও সঠিক সমন্বয় রক্ষা করে ভেঙ্গে ফেলতে নির্দেশ দিয়েছেন।

আদেশে আরও বলা হয়েছে, যেহেতু শহুরে কৃত্রিম বন্যা এবং জমা জল সমস্যা নিরসনে অবৈধ দখল মুক্ত করা একটি জরুরী কাজ তাই বিভাগীয় এ ধরনের কাজে কেহ যদি বাধা সৃষ্টি করেন তবে তার বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ৩০ (২) উপধারা ৩, ৪, ৫, ৮, ৯, ১১, ২০, ২৩ ও ধারা ৩৪ (কে), (এম), ধারা ৪১ (সি), ধারা ৫১ (এ) এবং (বি) এর অধীনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ তাত্‍ক্ষণিকভাবে বলবত্‍ হচ্ছে।

Show More

Related Articles

Back to top button