করিমগঞ্জ জেলার শহরাঞ্চলে কৃত্রিম বন্যা, জমা জল সমস্যা নিরসনে অবৈধ বাধা মুক্ত করতে জেলাপ্রশাসনের নির্দেশ

করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান এক আদেশে জানিয়েছেন, জেলার জাতীয় সড়ক, রাজ্যিক মহাসড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত সড়ক ও সরকারি খাস জমির পাশের প্রাকৃতিক ও অন্যান্য নর্দমা, ফুটপাত সহ নালা এবং অন্যান্য নালায় বাধা সৃষ্টি, দখল, অবৈধ বাধা ও নির্মাণ পরিলক্ষিত হচ্ছে।
যার ফলে জেলার বিভিন্ন স্থানে জমা জল, শহুরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়ে জনজীবনকে বিপন্ন করছে। আদেশে বলা হয়েছে যে ওইসব স্থানে এ ধরনের অবৈধ বাধা যদি তাত্ক্ষণিকভাবে অপসারণ না করা হয় তবে এ থেকে বর্ষার মরশুমে জেলার বিভিন্ন স্থানে জমা জলে জনগণ ভীষণ সমস্যার সম্মুখীন হবেন।
এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক ও জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের চেয়ারম্যান সংশ্লিষ্ট রাজস্ব চক্র আধিকারিক ও অন্যান্য সংস্থার আধিকারিক, বিভাগ, পৌরসভা, ডেভেলাপমেন্ট অথরিটি, পূর্ত সড়ক, পূর্ত (জাতীয় সড়ক), এনএইচআইডিসিএল, জল সম্পদ, টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং ইত্যাদি বিভাগকে তাত্ক্ষণিকভাবে প্রাকৃতিক ও অন্যান্য নর্দমা, ফুটপাত সহ নালা, জাতীয় সড়ক, পূর্ত সড়ক, জনগণের ব্যবহৃত সড়ক, সরকারি খাস জমি ইত্যাদির পার্শ্ববর্তী নালার বাধা মুক্ত, অপসারণ করতে এবং এ ধরনের সব বাধা, অবৈধ দখল, অবৈধ নির্মাণ সংশ্লিষ্ট এলাকার জনগণ, কর্তৃপক্ষ ও সংস্থা ইত্যাদির সাথে অগ্রিম সূচনা ও সঠিক সমন্বয় রক্ষা করে ভেঙ্গে ফেলতে নির্দেশ দিয়েছেন।
আদেশে আরও বলা হয়েছে, যেহেতু শহুরে কৃত্রিম বন্যা এবং জমা জল সমস্যা নিরসনে অবৈধ দখল মুক্ত করা একটি জরুরী কাজ তাই বিভাগীয় এ ধরনের কাজে কেহ যদি বাধা সৃষ্টি করেন তবে তার বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এর ধারা ৩০ (২) উপধারা ৩, ৪, ৫, ৮, ৯, ১১, ২০, ২৩ ও ধারা ৩৪ (কে), (এম), ধারা ৪১ (সি), ধারা ৫১ (এ) এবং (বি) এর অধীনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ তাত্ক্ষণিকভাবে বলবত্ হচ্ছে।