Barak ValleyAssamNorth-East
করিমগঞ্জে আধার এনরোলমেন্টের নডেল অফিসারের দায়িত্বে এডিসি জেমস আইন্ড

জনসংযোগ, করিমগঞ্জ : করিমগঞ্জের জেলাশাসক এক বিজ্ঞপ্তি জারি করে এডিসি জেমস আইন্ডকে করিমগঞ্জ জেলার আধার এনরোলমেন্ট প্রক্রিয়ার নডেল অফিসারের দায়িত্ব সমঝে দিয়েছেন। এডিসি রিন্টু চন্দ্র বড়োর স্থানে এডিসি জেমস আইন্ডকে নডেল অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। এডিসি জেমস আইন্ডের যোগাযোগের ঠিকানা হচ্ছে- ইমেইল আইডি jamesaind85@gmail.com মোবাইল নম্বর ৯৬৭৮৩২১২১১।