Barak Valley

কান্দিগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হত ই-রিকশাচালক

বদরপুর : বদরপুর থানা এলাকার কান্দিগ্রামে ৩৭নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ই-রিকশা চালক।

মৃত চালকের নাম মোস্তাফা আহমদ। বাড়ি বদরপুর থানাধীন কমলাপাড়া গ্রামে। জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কান্দিগ্রাম এলাকায় একটি লরি আচমকাই সজোরে একটি ই-রিকশাকে ধাক্কা মারে। এতে ই-রিকশাচালক লরির নিচে পড়ে যান। লরিটি মুখ থুবড়ে পড়ে সড়কের পাশের খাদে। লরির নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মোস্তাফার মৃত্যু হয়।

খবর পেয়ে বদরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। বিকেলে পরিবারের হাতে মরদেহ হস্তান্তর করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয়রা অভিযোগ তুলেছেন, অবৈধ পার্কিং ও জাতীয় সড়কের বেহাল অবস্থার কারণেই এ ধরনের দুর্ঘটনা বারবার ঘটছে। তাঁদের দাবি, অবিলম্বে রাস্তার সংস্কার কাজ শুরু করা হোক এবং অবৈধ পার্কিং বন্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানান।

Show More

Related Articles

Back to top button