Barak ValleyEducation
কালীগঞ্জে টেলেন্ট সার্চ পরীক্ষা সম্পন্ন

কালীগঞ্জ, ১২ অক্টোবর : আল্লামা তৈয়ীবুর রহমান বড়ভূইয়া টেলেন্ট সার্চ পরীক্ষা এক সুন্দর এবং সুষ্ঠু পরিবেশের মাধ্যমে সম্পন্ন হলো কালীগঞ্জে। কালীগঞ্জ আঞ্চলিক নদওয়া ও যুব নদওয়ার উদ্যোগে আয়োজিত এই পরীক্ষায় শুধু মাত্র কালীগঞ্জ থেকে অংশগ্রহণ করে ৬১৪ ছাত্রছাত্রী। রবিবার অনুষ্ঠিত এই পরীক্ষায় অবজার্ভার হিসেবে দায়িত্ব পালন করেন করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য। এক্সটার্নাল হিসেবে ছিলেন বাখরশাল হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক একলাছুর রহমান খাঁন, পাথারকান্দি কলেজের অধ্যাপক সেলিম উদ্দিন তাপাদার ও বদরপুর এনসি কলেজের অধ্যাপক বজলুল হক খাঁন। এদিন মোট ২২টি পরীক্ষা হলে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৮ জন ইনভিজিলেটর ছিলেন। এওসি হিসেবে ছিলেন মওলানা এটিএম জাকারিয়া কাসিমি, মওলানা জসিম উদ্দিন প্রমুখ।